নদীতে ভেসে উঠল শিক্ষিকার মরদেহ
গাইবান্ধা সদর উপজেলার ঘাঘট নদী থেকে তাসমিন আরা নাজ (৩৭) নামে এক স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গাইবান্ধা এনএইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পূর্ব কোমরনাই মিয়াপাড়ে ঘাঘট নদীতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা। এই তথ্য পেয়ে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানিয়েছেন, তাসমিন আরা নাজ পূর্ব কোমরনাই মিয়ার আমজাদ মিয়ার ভাগ্নী। তিনি কয়েকদিন আগে গাইবান্ধা আসাদুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এনএইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, “শিক্ষিকার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।”
