জানুয়ারি 30, 2026

৩৬ জুলাই উদযাপন পরিষদের আয়োজনে বক্তারাঃ জাতির আকাঙ্ক্ষার মূল্যায়ন করতে হলে রাজনৈতিক দলগুলোকে সঠিক পথে থাকতে হবে

WhatsApp Image 2025-08-06 at 13.42.27_b9173b92

জুলাই-আগস্টের ৩৬ দিন ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে ১৭ বছরের আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘ আন্দোলনের সফল পরিণতি জুলাইয়ের সস্বতঃস্ফূর্ত এই গণ অভ্যুত্থান। তাই জাতির এই ঐক্যবদ্ধতা ও তাদের আশা-আকাংখার সঠিক মূল্যায়ন করতে হলে দেশের রাজনৈতিক দলগুলোকে সঠিক পথে থাকতে হবে। গণমানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। তাহলেই জুলাই বিপ্লব সফল হবে, শহিদের আত্মা শান্তি পাবে। গতকাল ৫ আগস্ট মঙ্গলবার বিকেলে নগরীর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ৩৬ জুলাই উদযাপন পরিষদ আয়োজিত রাজনৈতিক সংলাপে উপরোক্ত বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা।

Description of image

বীর মুক্তিযোদ্ধা একরামুল করিমের সভাপতিত্বে এবং উদযাপন পরিষদের অন্যতম উদ্যোক্তা নাগরিক ঐক্যের জেলা সমন্বয়ক নুরুল আফছার মজুমদার স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ ডা. শাহাদাত হোসেন, জ্যেষ্ঠ আইনজীবী বদরুল আনোয়ার, গণসংহতির জেলা সমন্বয়ক হাসান মারুফ রুমী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আতিকুর রহমান, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এনামুল হক।

জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংস্কৃতিসেবী দিলশাদ আহমেদ, ফয়সাল বিন নাসির, নুরুন্নেছা মুন্নি, তরুণ কবি এনায়েত উল্লাহ, কবি কারতু সরকার, নারী নেত্রী কলি কায়েস, হুরে জান্নাত হুরান, আরাফাত হোসেন। অনুষ্ঠানে দলীয় নৃত্য পরিবেশন করেন স্কুল অফ ওরিয়েন্টাল ড্যান্স, ঘুঙুর নৃত্যকলা একাডেমি, চারুতা নৃত্যকলা একাডেমি, সুরাঙ্গন বিদ্যাপীঠ, স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম, নৃত্যম একাডেমি, নটরাজ একাডেমি। একক সংগীত পরিবেশন করেন শিল্পী মো. মোস্তফা কামাল, সাইফুদ্দিন মাহমুদ খান, ইকবাল হায়দার ও বাউল শিল্পী ড. হানিফ বাউল।

Do Follow: greenbanglaonline24