ডিসেম্বর 16, 2025

করোনায় আক্রান্ত হয়ে খুলনা মেডিকেলে আরও এক রোগীর মৃত্যু

Untitled design - 2025-07-31T164430.780

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মো. রকমান (২৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এর আগে, ২১ জুলাই খুমেকে এই বছরের প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। মো. রকমান এই বছর করোনায় মারা যাওয়া চতুর্থ ব্যক্তি। খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. খান আহমেদ ইশতিয়াক বলেন, “মো. রকমান খুলনার হরিণটানা থানার রায়ের মহল এলাকার বাসিন্দা। বুধবার রাত ১১:৩০ মিনিটে তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয় এবং বৃহস্পতিবার দুপুর আড়াইটায় তিনি মারা যান।”

Description of image