জানুয়ারি 31, 2026

আগামীকাল বৃহস্পতিবার মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানী (রাঃ)’র ৬৩৯ তম ওরশে আশরাফী 

IMG-20250723-WA0028

উপমহাদেশের সফল ইসলাম প্রচারক মাহবুবে ইয়াজদানী গাউসুল আলম আউহাদুদ্দীন মীর সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানী রাঃ এঁর ৬৩৯ তম ওরশে আশরাফী চট্টগ্রাম হালিশহর বি ব্লকস্থ মাদ্রাসা আশরাফীয়া হানাফিয়া ওসমানীয়া সুন্নিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

Description of image

বাদে আছর হতে অনুষ্ঠিতব্য এ ওরশে আশরাফীতে খতমে কুরআন, খতমে গাউছিয়া,খতমে খাজেগান, ওয়াজ মাহফিল ও দস্তারবন্দি, ফাতেহা ও তাবাররুক বিতরণের কর্মসূচী রয়েছে। এতে দেশবরেণ্য ওলামা মশায়েখগন উপস্থিত থাকবেন।