দ্রব্যমূল্য বৃদ্ধির অন্যতম কারণ সরকারের নিয়ন্ত্রণহীনতা
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত বৃদ্ধি এবং তেল-গ্যাস-পানির দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে গণফোরামের একাংশের নেতারা দাবি করেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির অন্যতম কারণ সরকারের নিয়ন্ত্রণহীনতা।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও তেল-গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার সকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে গণফোরাম (একাংশ) ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হাবিবুর রহমান বুলুর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে গণফোরামের নির্বাহী সভাপতি একেএম জগলুল হায়দার আফ্রিক বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অসহনীয় মূল্যবৃদ্ধির অন্যতম কারণ বাজারে সরকারি নিয়ন্ত্রণের অভাব। তারা লুটপাট, দুর্নীতি, জনগণের পকেট আত্মসাৎ নিয়ে ব্যস্ত। ‘
গণফোরামের কার্যকরী সভাপতি মহসিন রশিদ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে এই অবৈধ সরকারের কোনো চিন্তা নেই। তারা জনগণের কথা চিন্তা করে না। জীবনযাত্রার মান নিয়ন্ত্রণে তাদের কোনো উদ্যোগ নেই।
তিনি আরও বলেন: “জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত হন নী, তারা রাতের ভোটে নির্বাচিত হয়েছেন। আমি জালিয়াতির মাধ্যমে ভোটের অধিকার হারিয়ে এই অপশাসনের শিকার হয়েছি। জনগণকে উপহাস করা হচ্ছে। অযোগ্য লোকদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে।’
আওয়ামী লীগ সরকারকে সতর্ক করে মহসিন রশীদ বলেন, “আমি আপনাদের বলছি, জনগণকে নিয়ে আর খেলবেন না। পরিণতি হবে ভয়াবহ। আগের স্বৈরাচারের পতন থেকে শিক্ষা নিন। আপনাদের কাছে আমরা কিছু আশা করি না। হাল ছেড়ে দিন। আপনি ক্ষমতা চান এবং এদেশের মানুষকে মুক্ত করুন, না হলে জনগণ আপনাকে অবৈধ সিংহাসন থেকে নামিয়ে দেবে।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, লতিফুল বারী হামিম, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, যুব ও ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ। কেন্দ্রীয় কমিটির সদস্য রবিউল ইসলাম রবি, শেখ শহিদুল ইসলাম, রিয়াদ হোসেন, আনোয়ার ইব্রাহিম, আশেক আলী আশিকসহ কেন্দ্রীয় নেতারা।