জানুয়ারি 30, 2026

সর্বজনীন শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ সুফি মিজান 

WhatsApp Image 2025-07-02 at 13.57.33_cd4ee52a

সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে দেশের সর্বজন শ্রদ্ধেয়, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও শিল্পপতি সুফি মিজানুর রহমানকে নিয়ে নানান চটকবার অপপ্রচার চালানো হচ্ছে৷ কিছু জ্ঞানপাপি ও ব্যক্তিস্বার্থের জন্যই যে এসব প্রোপাগান্ডা চলছে সেটি সচেতন মহলের বুঝতে বিলম্ব হয় না। সুফি মিজানুর রহমান কে ? দেশের ব্যবসায়ী সমাজ জানেন, তিনি একজন সফল শিল্প উদ্যোক্তা৷ দেশের কর্মজীবি মানুষেরা জানেন, তিনি হাজার হাজার মানুষের কর্মসংস্থানে অবদান রাখা একজন শিল্পপতি। দেশে ইসলাম প্রিয় নাগরিক সমাজ জানেন, তিনি একজন ইসলামি চিন্তাবিদ ও সুবক্তা৷ তথ্য প্রযুক্তি ও জাতীয় গণমাধ্যম ব্যবহার করে যিনি ইসলামের মর্মবাণী ছড়িয়ে দেন দেশ বিদেশে।

Description of image

সব সরকারের আমলেই সম্মানিত হয়েছেন সুফি মিজান : বিএনপি সরকার তখন ক্ষমতায়৷ অর্থমন্ত্রী হিসেবে দ্বায়িত্বে তখন সাইফুর রহমান৷ সেই সময়ে দেশে ব্যবসায়ীদের মধ্যে “বিজনেস আইকন” হিসেবে তিনি পুরষ্কার তুলে দিয়েছেন সুফি মিজানুর রহমানের হাতে৷ সেই সময় ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যম না থাকায় সেসব দিনে বিএনপি সরকার আমলের সেসব ছবি, ভিডিও সেভাবে সবার হাতে হাতে পৌছেনি৷ বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার আমলেও সুফি মিজানুর রহমান একাধিকবার রাষ্ট্রিয় ভাবে সম্মানিত হয়েছিলেন৷ তৎকালিন সরকার প্রধানদের সামনে সেই সময়েও সুফি মিজানুর রহমান একজন ব্যবসায়ী হিসেবে বক্তব্য রেখেছিলেন৷ সেই সময় আজকের বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বাণিজ্য মন্ত্রনালয়ের দ্বায়িত্ব পালন কালে একাধিকবার সুফি মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন৷ তবে তিনি চট্টগ্রামের বাসিন্দা হওয়ায় চট্টগ্রাম ভিত্তিক অন্যতম বৃহত শিল্প গ্রুপ পি এইচ পি পরিবারের কর্ণধার সুফি মিজানের সাথে বরাবরই সৌহার্দপূর্ণ সম্পর্ক রেখেছেন৷ এসবই সকল স্বার্থের উর্ধ্বে৷ তবে আজকের মতন সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার তেমনটা না থাকায় সেসব ধামাচাপা পড়ে গেছে আর্কাইভে৷ তবে সেই সময়ের সংবাদ পত্রে এসব খবর নিয়মিত প্রচার হয়েছে৷ বিগত আওয়ামী সরকারের আমলে বিএনপি সরকার আমলে সুফি মিজানুর রহমানের সাথে বিএনপি সরকারের অর্থমন্ত্রী সাইফুর রহমান কিংবা বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সেসব ছবি দেখিয়ে কেউ তাঁকে বিএনপি বা বিএনপি জোটের দোসর আখ্যা দেননি৷ সেই সময়ে কেউ বলেনি তিনি কোন দলের লোক।

সাম্প্রতিক অপপ্রচার ও বাস্তবতা : আমির খসরু মাহমুদ চৌধুরী সুফি মিজানুর রহমানের গলায় ফুলের মালা দেয়াকে অনেকে বলছেন আওয়ামী দোসরদের পুণবাসন৷ তারা হয়তো বিএনপি’র দুই মেয়াদের সরকার আমলে সাইফুর রহমান বা আজকের আমির খসরুর সাথে সেই সময়ে তোলা সেসব ছবি দেখেননি৷ অথবা তখন তাদের অনেকের জন্ম হয়নি কিংবা বয়সে শিশু ছিলেন৷ সুফি মিজানুর রহমান কখনো কোন রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেননি৷ রাষ্ট্রিয় কিংবা ব্যবসায়ী সমাজের আয়োজনে তাঁকে বক্তব্য রাখার অনুরোধ জানালে তিনি দুটি কথা বলতেন৷ একজন সাদা মনের মানুষ সুফি মিজানুর রহমান বরাবরই অমায়িক ও মিষ্টভাষী হিসেবে সুপরিচিত৷ তাঁর সরল মনে দেয়া সেসব বক্তব্য গুলোর খন্ডিত অংশের ওপর ভর করে কেউ কেউ ব্যক্তিগত ফায়দা আদায়ের চেষ্টা চালাচ্ছে৷ অথচ আজকের অন্তবর্তিকালিন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস বরাবরই সুফি মিজানুর রহমানকে বুকে জড়িয়ে ধরেছেন৷ এটা আজকের সময়ে নয়, অতীত থেকেই এমন আন্তরিক সম্পর্ক৷ এই তো সেদিন বিনিয়োগ বোর্ডের প্রধান চট্টগ্রাম সফরে এলে ব্যবসায়ী সমাজের সাথে আনুষ্ঠানিক বৈঠকে প্রথম সারিতে আমন্ত্রন জানানো হয় সুফি মিজানুর রহমানকে৷ সেদিনও সুফি মিজানুর রহমান তাঁর স্বভাব সুলভ ভাষাতে বক্তব্য রেখেছিলেন৷ মহান আল্লাহ চাইলে এমন আরও অনেক জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখবেন সুফি মিজানুর রহমান৷ একই সাথে দেশের অর্থনীতিতে অতীতের মতন গুরুত্বপূর্ণ অবদান রাখবেন তিনি৷ খোদ প্রধান উপদেষ্টা ড. ইউনুস যে মানুষটাকে মূল্যায়ন করছেন সেই মানুষকে কোন দল বা ব্যক্তির মুখাপেক্ষী হতে হয় না, অতীতেও হতে হয়নি, ইনশা আল্লাহ আগামীতেও হবে না৷ ইজ্জত দেয়ার মালিক মহান আল্লাহ, কারও অপপ্রচারে কিছুই যায় আসেনা৷ তবে মহান আল্লাহও গিবতকারিকে পছন্দ করে না।