মেঘনা অভয়ারণ্যে মাছ ধরা নিষেধাজ্ঞা

0

কমলনগর ও রামগতি উপজেলার মেঘনা নদীর অভয়ারণ্যে ১ মার্চ (সোমবার রাত ১২টা) থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষেধাজ্ঞা ঘোষনা করা হয়েছে।

এ দুই মাসে মাছ কেনা-বেচা, মজুদ ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরই মধ্যে নিষেধাজ্ঞার কথা জানিয়ে প্রচারণা চালানো হয়েছে।

চাঁদপুরের সাতনাল থেকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, নিষেধাজ্ঞার সময় জেলেরা খাদ্য সহায়তা পাবেন।

কমলনগরের ইউএনও মো. কামরুজ্জামান বলেন, তারা নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *