জানুয়ারি 30, 2026

ঠাকুরগাঁওয়ে নাইট কোচ-থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু

Untitled design - 2025-06-24T175421.756

ঠাকুরগাঁওয়ে নাইট কোচ ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে আসরাফুল ইসলাম (৫০) নামে এক বাবা-মেয়ে এবং ববিয়াতুল আক্তার (১৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢাকা-পঞ্চগড় মহাসড়কের খালিসাকুরি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

Description of image

নিহত আসরাফুল ইসলাম ভুলি এলাকার আবু মোহাম্মদের ছেলে এবং অন্যজন ববিয়াতুল আসরাফুল ইসলামের মেয়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলি থানার ওসি সাইফুল ইসলাম সরকার জানান, সকালে আসরাফুল ইসলাম নিজেই ভুলিস্থ তার বাসা থেকে নবম শ্রেণির ছাত্রী ববিয়াতুল আক্তারকে খালিসাকুরি মাদ্রাসায় নিয়ে যাওয়ার জন্য তিন চাকার গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ভিআইপি নাইট কোচের সাথে একটি তিন চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আসরাফুল ও ববিয়াতুল আক্তার নিহত হন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পুলিশ নাইট কোচটিকে গ্রেপ্তার করলেও ঘটনার পর চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ব্যাপারে ভুল্লি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।