তাইওয়ানের আকাশে ১৯টি চীনের যুদ্ধবিমান

0

Description of image

তাইওয়ানের বিমান প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, চীনের ১৯টি যুদ্ধবিমান বিমান তাইওয়ানের আকাশে প্রতিরক্ষাসীমানায় অনুপ্রবেশ করেছে। সেগুলোর মধ্যে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমানও ছিল। রোববার দেশটি এই অভিযোগ করেছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,  আকাশসীমায় প্রবেশ করা চারটি যুদ্ধবিমান ছিল এইচ-8 বোমারু বিমান। তারা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। বিমানগুলি সাবমেরিন ধ্বংস করতেও ব্যবহৃত হয়। চীনের বিমানগুলো তাইওয়ানের প্রাতাস দ্বীপের উত্তর -পূর্ব অংশের ওপর দিয়ে উড়ে যায়। তাইওয়ান তাদের যাত্রার মানচিত্রও প্রকাশ করেছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাইওয়ানের বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রগুলি অনুপ্রবেশের পর চীনা যুদ্ধবিমানকে সতর্ক করার জন্য স্থাপন করা হয়েছে। এছাড়া দেশের কিছু যুদ্ধবিমানও পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে চীন এখনো কোনো মন্তব্য করেনি।

তাইওয়ানের অবিচল অবস্থানে ক্ষুব্ধ চীন প্রায়ই সেখানে এই ধরনের যুদ্ধবিমান পাঠায়। এর আগে জুন মাসে, ২৮ টি চীনা সামরিক বিমান তাইওয়ানের বিমান প্রতিরক্ষায় প্রবেশ করেছিল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।