জানুয়ারি 30, 2026

‘আসন্ন জাতীয় নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মুছে ফেলার নির্বাচন’

Untitled design - 2025-06-22T121550.129

অতিরিক্ত পুলিশ আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ বলেন, অতীতের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুলিশের ভুলগুলো তুলে ধরেছে। ৫ আগস্টের পর পুলিশ বেশ কয়েকদিন ধরে ধর্মঘট পালন করে। আমরা দায়িত্ব নেওয়ার পর নতুন কার্যক্রম পরিচালিত হচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মুছে ফেলার নির্বাচন।

Description of image

রবিবার (২২ জুন) টাঙ্গাইলের মহেড়া পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে ৫৫তম টিআরসির সমাপনী কুচকাওয়াজে তিনি এ কথা বলেন।

নতুন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশ সম্পর্কে সাধারণত মানুষের যে ভুল ধারণা রয়েছে তা ভালো কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। পুলিশ বাহিনী আগের চেয়ে আরও আধুনিকভাবে গড়ে উঠেছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহেড়া পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট ডিআইজি আশরাফুল আলম, ডেপুটি কমান্ড্যান্ট এএইচএম কামরুজ্জামান বিপিএম, টাঙ্গাইল পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ।

আজ সমাপনী কুচকাওয়াজে ৮১৭ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।