ভালোবাসা দিবসে চালক ও যাত্রীদের ফুল দিচ্ছে ট্রাফিক পুলিশ

0

ফাগুনের বিশ্ব ভালোবাসা দিবসের প্রথম দিনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ চালক, আরোহী ও পথচারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

সোমবার সকাল থেকে ট্রাফিক ডেমরা জোনের পক্ষ থেকে রাজধানীর জুরাইন-পোস্তগোলা ঈগলবক্স, মাতুয়াইল ও ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় কার্যক্রম চালাচ্ছে পুলিশ।

ট্রাফিক পুলিশের ডেমরা জোনের সহকারী কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা জানান, তাদের চালক, হেলপার, রাইডার ও পথচারীদের নিয়ে কাজ করতে হয়। তাই বিশেষ দিবসে তাদের ফুল দিয়ে বরণ করার উদ্যোগ নিয়েছেন তিনি।

সবাইকে ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর আহ্বান জানান ট্রাফিক পুলিশ কর্মকর্তা।

ট্রাফিক ইন্সপেক্টর জিএম মুসা কালিমুল্লা ও ট্রাফিক ইন্সপেক্টর মৃদুল কুমার পালসহ ট্রাফিক সদস্যরা এলাকায় বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল থামিয়ে চালক, হেলপার ও যাত্রীদের হাতে ফুল তুলে দিচ্ছেন।

ঈগল ট্রাফিক বক্সের পরিদর্শক জিএম মুসা কালিমুল্লা জানান, তারা ফুল দিয়ে গাড়ি থামাচ্ছেন। সঠিক কাগজপত্র আছে এমন যানবাহনকে উৎসাহিত করতে ফুল উপহার দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *