জানুয়ারি 30, 2026

গরু চরাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

হবিগঞ্জের লাখাই উপজেলার সুজনপুর গ্রামে বজ্রপাতে আলী আজগর মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

Description of image

সোমবার (১২ মে) সকাল ৯টার দিকে মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। আজগর ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, শিবপুর গ্রামের আলী আজগর মিয়া সকাল ৯টার দিকে মাঠে গরু চরাতে যান। সেই সময় হঠাৎ বজ্রপাত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে ক্ষেত থেকে উদ্ধার করে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী আজগরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।