৫ দফা আদায়ে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের আল্টিমেটাম
নবম বেতন কমিশন গঠনসহ পাঁচ দফা দাবি আদায়ে আল্টিমেটাম দিয়েছে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। অবিলম্বে পাঁচ দফা বাস্তবায়ন না হলে আগামী ১ মার্চ ঢাকা মহানগরীর সকল দপ্তর, অধিদপ্তর ও অধিদপ্তরের গণকর্মচারীদের নিয়ে আন্দোলনের ব্যাপক কর্মসূচি ঘোষণা করা হবে।
শনিবার ঢাকা মহানগর প্রতিনিধি সম্মেলনে কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ এ ঘোষণা দেন। তিনি প্রতিনিধি সম্মেলনে প্রধান বক্তা ছিলেন। শনিবার রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনটির ঢাকা কমিটির সভাপতি সৈয়দ সারোয়ার হোসেন।
এতে প্রধান অতিথি ছিলেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন। সম্মেলনে মো. আলাউদ্দিনকে সভাপতি ও মোঃ গিয়াস উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর কমিটি ঘোষণা করা হয়।
নোমানুজ্জামান আল আজাদ বলেন, বিদ্যমান ২০টি গ্রেডকে ভেঙে ১০টি গ্রেড করতে হবে। মূল বেতনের ৫০ শতাংশ মহার্ঘ ভাতা দিতে হবে। সচিবালয়ের মতো পদবী পরিবর্তন, টাইম স্কেল সিলেকশন গ্রেড ১০০% পেনশন সিস্টেম পুনঃস্থাপন, ন্যায্য মূল্যে মানসম্পন্ন রেশনের ব্যবস্থা।