করোনা: রাশিয়ায় একদিনে সংক্রমিত লাখ ছাড়াল
রাশিয়ায় করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে। নতুন সংক্রমিত বেশিরভাগ মানুষই ভাইরাসের অত্যন্ত সংক্রামক রূপ, ওমিক্রন দ্বারা সংক্রামিত।
দেশটির সরকারি বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ান সরকারের কোভিড-১৯ পোর্টাল অনুসারে, শনিবার দেশে ১,১৩,১২২ জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে, যা একদিনে সর্বোচ্চ এবং আগের সপ্তাহের তুলনায় প্রায় দ্বিগুণ।
কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের পর থেকে রাশিয়া ৩৩০,১১১ জনের হত্যা মৃত্যু হয়েঝছ। যা ইউরোপে সর্বোচ্চ।
কিন্তু দেশটির পরিসংখ্যান সংস্থা রোস্ট্যাট বলছে, রাশিয়ার করোনায় প্রকৃত মৃতের সংখ্যা সরকারি পরিসংখ্যানের প্রায় দ্বিগুণ। রাশিয়ার জনসংখ্যা গত বছর ১০ লাখেরও বেশি কমেছে, সোভিয়েত ইউনিয়নের পতনের পর যা কখনো ঘটেনি।