রোহিঙ্গা শরণার্থী শিবিরে ফের আগুন

0

Description of image

কক্সবাজারের উখিয়ায় ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার দুপুর ২টার দিকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের একজন কর্মকর্তা জানান, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ (এপিবিএন) কমান্ডার (পুলিশ সুপার) নাইমুল হক বলেন, ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এছাড়া আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

গত ৯ জানুয়ারি কক্সবাজারের উখিয়ায় একটি শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছে। উখিয়ার বালুখালী ক্যাম্পের ২০ নম্বরে আগুন লেগেছে। এছাড়া গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে অগ্নিকাণ্ডে ১৫ রোহিঙ্গার মৃত্যু হয়। এ সময় প্রায় ১০ হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।