ভারতে করোনা শনাক্তের হার কমেছে

0

Description of image

গত ২৪ ঘণ্টায় ভারতে ২ লাখ ৩৮ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সনাক্তকরণ হার ১৪.৪৩ শতাংশ। গতকাল দেশে শনাক্তের হার ছিল ১৯ দশমিক ৬৫ শতাংশ।

মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩১০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, ভারতেও নতুন ধরনের করোনাভাইরাস ওমিক্রন সংক্রমণ বাড়ছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮,৮৯১ হয়েছে।

এর আগে সোমবার দেশে ২ লাখ ৫৮ হাজার ৮৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

দেশে এখন পর্যন্ত মোট ৩ কোটি ৭৬ লাখ মানুষ সংক্রমিত হয়েছে। মারা গেছেন চার লাখ ৮৬ হাজার ৭৬১ জন। ৩ কোটি ৫৩ লাখ ৫৪ হাজার মানুষ আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন। ১৭ লাখ মানুষ এখনো চিকিৎসাধীন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।