৫০ বছর বয়সীদেরও বুস্টার ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

0

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সারাদেশে এ পর্যন্ত সাত লাখ বুস্টার ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। এখন থেকে ৫০ বছর বয়সীদেরও বুস্টার ডোজ দেওয়া হবে।

সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার ওমিক্রন ও ডেল্টা ধরনের কারণে দেশে সংক্রমণ বাড়ছে। যদি এটি বাড়তে থাকে তবে সনাক্তকরণের হার ৩০ শতাংশ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেড় মাসে হাসপাতালে জায়গা হবে না। ‘

জাহিদ মালেক জানান, চুক্তি অনুযায়ী রাশিয়ার ভ্যাকসিন এখনো হাতে পাইনি। এ ব্যাপারে যোগাযোগ চলছে।

এদিকে, করোনা পরিস্থিতিতে সংবাদ সম্মেলন ডেকেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. আবুল বাশার মোহাম্মদ (এবিএম) খুরশীদ আলম। সোমবার বিকেল সাড়ে ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *