ফেব্রুয়ারি 1, 2026

পদত্যাগের ঘোষণা প্রত্যাহার রাবি আইসিটি সেন্টারের পরিচালকের

Screenshot 2025-01-05 141734

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করার ঘটনা এবং পোষ্য কোটা বাতিলের দাবি মানতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করার ঘটনাকে অবমাননাকর আখ্যা দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একদিন পরেই তিনি সেই ঘোষণা প্রত্যাহার করেন।

Description of image

গত শনিবার মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে করা এক পোস্টে তিনি এ কথা জানান।

ওই পোস্টে অধ্যাপক ডাঃ সাইফুল ইসলাম লিখেছেন, আমি মাননীয় উপাচার্যের আহ্বানে সাড়া দিয়ে আইসিটি সেন্টারের পরিচালকের পদ থেকে পদত্যাগপত্র প্রত্যাহার করেছি। সম্মান ও মর্যাদার একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু তায়ালা। মাননীয় ভিসি স্যার আমার উপর যে আস্থা রেখেছেন তার জন্য যেন আমি ন্যায্য অধিকার পূরণ করতে পারি। আমীন। সবার কাছে দোয়া কামনা করছি।