কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

0

রাজধানীর কড়াইলের বউ-বাজার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Description of image

বুধবার ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বিকেল সোয়া ৪টার দিকে বস্তিতে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট রওনা হয়। তবে সড়কে যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয় ফায়ার সার্ভিসের ইউনিটের।

ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জানান, বিকেল ৪টা ৩৯ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর সাতটি ইউনিট কাজ করে। বিকেল ৫টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।