সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেফতার
সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ সন্ধ্যায় বলেন, জাকির হোসেনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে।
তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিত করেনি পুলিশ।
গত মাসে কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য জাকির হোসেনের দুর্নীতির তদন্ত শুরু করে দুদক। দুদক জানায়, প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে কুড়িগ্রামের রৌমারী এলাকায় একটি দ্বিতল বাড়ি, ৩ দশমিক ২৮ একর জমি, বাজার, চাতালসহ বিভিন্ন ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তার নামে ৫ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকার স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। প্রতিমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে তিনি কুড়িগ্রামের ২৬টি বিদ্যালয়কে শিশু কল্যাণ ট্রাস্টে অন্তর্ভুক্ত করার অনুমোদন দেন।