ফেব্রুয়ারি 1, 2026

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

Untitled design (5)

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮১ জন। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

Description of image

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশনে ৩৭৬ জন, ঢাকা বিভাগে ১৫৯ জন, বরিশালে ৯৩ জন, চট্টগ্রামে ১৬০ জন, খুলনায় ৯৫ জন, ময়মনসিংহে ১৭ জন এবং রাজশাহীতে ৪৭ জন রয়েছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ওই সময় ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।