প্রযোজনা প্রতিষ্ঠানের ওপর হামলার প্রতিবাদে রাজপথে শিল্পী-কলাকুশলীরা

0

দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ও সিনেবাজ অ্যাপের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে রাজপথে নেমেছেন চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলীরা। বুধবার বিকেলে কারওয়ান বাজারে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) গেটে প্রতিবাদ সমাবেশ করে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন। সমাবেশ শেষে শিল্পী ও কলাকুশলীরা বিএফডিসি থেকে কারওয়ান বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল নিয়ে যান। উপস্থিত সবাই হামলার তীব্র নিন্দা জানান।তারা দোষীদের শাস্তিরও দাবি জানান। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। মোহাম্মদ হোসেন জেমি, শামীম আহমেদ রনি, আবুল কালাম আজাদ, চলচ্চিত্র অভিনেতা ড্যানি সিডাক, অঞ্জনা, আলেক জান্ডার বো, সিমলা, জাহিদ হাসান, রাশেদা চৌধুরী, বাপ্পি চৌধুরী, শিবা শানু, সাবরিন সুলতানা কেয়া, জাহারা মিতু, জ্যাকি আলমগীর, হারুন কিশি। পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, এমন একজনের অফিসে আঘাত মানেই আমাদের ও চলচ্চিত্রের জন্য আঘাত। আমরা অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানাই। ” মিশা সওদরগার বলেন, ‘চলচ্চিত্রের বাতিঘর সেলিম খান। তিনি করোনায় সিনেমা বানিয়ে সবার জন্য জীবিকা নির্বাহ করেছেন। তার কার্যালয়ে হামলা অগ্রহণযোগ্য। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। ‘ প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর বিকেলে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার অফিসে অজ্ঞাত এক শতাধিক লোক হামলা চালায়। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত একটি ইন্টারনেট সার্ভার মেশিনসহ অফিসের আসবাবপত্র ও বেশ কিছু কম্পিউটার ভাংচুর করে। তারা অফিস কর্মচারীদের মোবাইল ফোন, নগদ টাকা ও ল্যাপটপ ছিনিয়ে নেয়। ওই রাতেই শাপলার মিডিয়া ম্যানেজার রেজাউল করিম বাদল বাদী হয়ে মামলা করেন। ঘটনার ৮ দিন অতিবাহিত হলেও এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *