ডিসেম্বর 16, 2025

সাবেক এমপি একরামুল করিম চৌধুরী গ্রেফতার

Untitled design (3)

নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে চট্টগ্রামের খুলশী থেকে তাকে গ্রেফতার করা হয়।

Description of image

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নোয়াখালীর সুধারাম থানায় একরামুল করিমসহ ৫৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে একরামুল করিম চৌধুরী প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০১ সালের জাতীয় নির্বাচনে একরামুল নোয়াখালী-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে হেরে যান।