নোয়াখালীতে নৌকায় সিল মারতে গিয়ে প্রিজাইডিং অফিসার গ্রেফতার

0

Description of image

নোয়াখালীর সোনাইমুড়িতে পঞ্চম ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগে প্রিজাইডিং অফিসার এইচএম কামরুজ্জামানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এইচ এম কামরুজ্জামান উপজেলার আবদুল্লাহ হাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, বুধবার বিকেল সোয়া ৩টার দিকে নাটেশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়সাল জানান, বুধবার রাতে কামরুজ্জামানকে সোনাইমুড়ী উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। নোয়াখালী জেলা প্রশাসক মো. খোরশেদ আলম বলেন, প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে বিধি মোতাবেক মামলা করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।