হিজবুল্লাহর আরেক কমান্ডারকে হত্যার দাবি  ইসরাইল

0

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবাননের সশস্ত্র গোষ্ঠী এবং ইরানপন্থী মিলিশিয়া হিজবুল্লাহর আরেক কমান্ডারের মৃত্যুর দাবি করেছে। তারা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, নিহত কমান্ডারের নাম নাবিল কাউক। তবে হিজবুল্লাহ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বার্তা সংস্থা জানায়, ইসরায়েলের দাবি অনুযায়ী, রোববার বৈরুতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নাবিল কাউক নিহত হয়েছেন। হিজবুল্লাহ এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। নাসরাল্লাহর মৃত্যুর পর নাবিল কাউককে তার উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়।

আইডিএফের মতে, নাবিল কাউক হিজবুল্লাহর প্রতিরক্ষা নিরাপত্তা ইউনিটের কমান্ডার ছিলেন। তিনি হিজবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিলের একজন সিনিয়র সদস্যও ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার লেবাননের বৈরুতের দাহিয়ায় হিজবুল্লাহর সদর দফতরে হামলা চালায় ইসরাইল। হামলার পরপরই আইডিএফ হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর ঘোষণা দেয়। হিজবুল্লাহও পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ঘটনার একদিন পর তেল আবিবে বিমান হামলায় হিজবুল্লাহর আরেক শীর্ষ কমান্ডার প্রাণ হারান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *