যুবদলের নামে ছাত্রলীগের চাঁদাবাজি

0

জাতীয়তাবাদী যুবদলের নামে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

Description of image

গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে গুলশান থানা ছাত্রলীগ নেতা সাব্বিরসহ পাঁচজন গুলশান-২ এর ৬২ নম্বর রোডে মোস্তাফিজুর রহমান সিজারের বাসায় চাঁদাবাজি করতে যান।

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বিএনপির কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মাধ্যমে এ খবর জানতে পারেন। এরপর জুয়েল তাৎক্ষণিকভাবে গুলশান ও বনানী থানার যুব নেতাদের সেখানে পাঠান চাঁদাবাজদের ধরতে। পরে সিজারের বাসা থেকে সাব্বিরসহ পাঁচজনকে আটক করে গুলশান থানা পুলিশের কাছে সোপর্দ করে তারা।

শরীফ উদ্দিন জুয়েল গতকাল শনিবার রাত দেড়টার দিকে এ তথ্য জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।