ঐতিহাসিক ৭ মার্চ।বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

0

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টা ১০ মিনিটে ৩২ ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

বাঙালি স্বাধীনতার সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্থপতি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমে শ্রদ্ধা নিবেদনের পর দলের সিনিয়র নেতাদের নিয়ে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের সভাপতি। এরপর কৃষক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ৩২ নম্বর সবার জন্য খুলে দেওয়া হয়।

ঐতিহাসিক ৭ মার্চ আজ বৃহস্পতিবার। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা এক অনন্য গৌরবময় দিন।

একাত্তরের আগুনের এই দিনে বাংলাদেশের স্বাধীনতার মহান কবি তার অমর কবিতা আবৃত্তি করেন। তাঁর বজ্রকণ্ঠে বাংলার আকাশে-বাতাসে বেজে ওঠে স্বাধীনতার ঘোষণা, আঙুলের ডগায় গর্জে ওঠে জনতার উত্তাল সমুদ্র।

সেদিন বসন্তের হাওয়ায় বাংলাদেশের মানচিত্র সম্বলিত লাল-সবুজের পতাকা উড়িয়েছিল লাখো মানুষের স্লোগানে।

ঐতিহাসিক রেসকোর্স ময়দানে সেই সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠে বলেছিলেন- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *