দেশের ২২ জেলায় বইছে  মৃদু শৈত্যপ্রবাহ

0

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের ২২ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। পূর্বাভাসে বলা হয়েছে, এই শৈত্যপ্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

Description of image

শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই বলা হয়েছে। এতে বলা হয়, সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

কুয়াশা অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ‘মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা অভ্যন্তরীণ নৌপথ ব্যাহত করতে পারে।

শৈত্যপ্রবাহ সম্পর্কে বলা হয়, ‘কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মৌলভীবাজার, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।’

তাপমাত্রা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, ‘সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।