ডিসেম্বর 16, 2025

ব্যারিস্টার শাহজাহান ওমরের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

Untitled design (5)

বিএনপি থেকে বহিষ্কৃত ও ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। হলফনামায় শাস্তির তথ্য উল্লেখ না থাকায় ওই আসনের ভোটার নাসরিন খানম রিট করেছেন।

Description of image

বুধবার (২৭ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে প্রার্থিতা বাতিল চেয়ে করা আবেদনের শুনানিতে শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল রাখে নির্বাচন কমিশন। এর আগে শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসির কাছে আপিল করেছিলেন আ:লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির। এরপর তার আবেদন খারিজ করে দেয় ইসি। গত ১৫ ডিসেম্বর আগারগাঁও নির্বাচন ভবনে আপিলের শুনানি শেষে এ রায় দেয় ইসি।