বিয়ে করতে না পেরে সিরাজগঞ্জে এক যুবক আত্মহত্যা করেছে

0

সিরাজগঞ্জে মাদকাসক্ত যুবক ইমদাদুল (২৪) আত্মহত্যা করেছে। সে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়ারপুর উত্তরপাড়া মহল্লার আব্দুল মতিনের ছেলে। শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।

Description of image

তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, ওই যুবক দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত ছিল। তাকে কয়েকবার মাদক পুনর্বাসনেও পাঠানো হয়েছে। কিছুদিন আগে ওই যুবক মাদক নিরাময় কেন্দ্র থেকে বাসায় আসার পর বিয়ের কথা বলে। তবে কোনো মেয়েই নেশাগ্রস্ত যুবককে বিয়ে করতে রাজি হয়নি। একপর্যায়ে বুধবার সকালে একই এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে কোনো অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।