নিষেধাজ্ঞা দিয়ে আমেরিকানরা কোনো দেশেই  সফল হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

0

যুক্তরাষ্ট্র কোনো দেশকে নিষেধাজ্ঞা দিয়ে সফল হয়নি বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। এ কে আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

Description of image

এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে আমাদের ভালো আলোচনা হয়েছে। যে সাংবাদিক লেখেন যে আলোচনা মাঝপথে থেমে গেল, তিনি মিথ্যাবাদী সাংবাদিক, তিনি অহংবোধ নিয়ে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক খাদ্য সচিবের টাকা আত্মসাতের খবর সঠিক নয়। আর যদি তা হয় তবে তা দুঃখজনক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।