সন্তানদের ফিরে পেতে জাপানি মায়ের আপিল

0

দুই সন্তানের মা নাকানো এরিকো, একজন জাপানি নাগরিক, তার দুই সন্তানের বিষয়ে হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন।

রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি (সিএমপি) করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক ড. এরিকো নাকানোর দুই শিশু কন্যাকে বাংলাদেশে তার বাবার কাছে হস্তান্তর করেন হাইকোর্ট। জাপানি মা যদি চান  বছরে ১০ দিন এবং ৩০ দিন দেখা করতে পারেন এবং তাদের সাথে  থাকতেও পারবেন।

শুনানি শেষে তিনজনের কনিষ্ঠ কন্যাকে জাপান থেকে ফিরিয়ে আনতে বাবা ইমরান শরীফের করা রিট আবেদন সরাসরি খারিজ করে দেন আদালত। তবে তাদের মায়ের রিট চলবে।

গত ২১ নভেম্বর হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়ে বলেন, মা যেহেতু জাপানের নাগরিক, সেখানে বসবাস ও কর্মরত ছিলেন, তাই তিনি তার সুবিধামতো বাংলাদেশে এসে শিশুদের সঙ্গে অন্তত ১০ দিন একা কাটাতে পারবেন। এ ক্ষেত্রে দুই সন্তানের বাবাকে বছরে তিনবার বাংলাদেশে আসা-যাওয়াসহ ১০ দিনের অবস্থানের যাবতীয় খরচ বহন করতে হবে।

তবে বাংলাদেশে বা বাংলাদেশ থেকে অতিরিক্ত ভ্রমণের ক্ষেত্রে খরচ মা নিজেই বহন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *