ডেঙ্গুতে আক্রান্ত স্বামীসহ দুই সন্তানকে নিয়ে হাসপাতালে একাই লড়ছেন রাওজানা
রাওজানা আক্তার স্বামী ও দুই সন্তান নিয়ে রাজধানীর লালবাগে থাকেন। চারজনের পুরো পরিবার পাঁচ দিন ধরে মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতালে অবস্থান করছে। রাওজানের স্বামী ও দুই সন্তান ডেঙ্গুতে আক্রান্ত। তাদের দেখভাল করছেন রাওজানা।
বুধবার বিকেলে ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতালে পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়। হাসপাতালের চতুর্থ তলায় পুরুষ ওয়ার্ডে ভর্তি রয়েছেন রাওজানার স্বামী স্বল্প আয়ের কর্মী সুমন মিয়া। দ্বিতীয় তলায় মহিলা ও শিশু ওয়ার্ডে পাশাপাশি দুটি শিশু রয়েছে। দুই শিশুর হাতেই ক্যানুলা রয়েছে।
রাওজানার মতো আরও অনেক আত্মীয়কে হাসপাতালে রোগীদের সেবা করতে দেখা গেছে। অধীর অপেক্ষায় আছে, কখন আমার ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরবে। দুই সন্তান-স্বামীর বিভিন্ন পরীক্ষা করা, লাইনে দাঁড়িয়ে রিপোর্ট পাওয়া, তিনজনের জন্য খাবার ও ওষুধ আনা, টাকার ব্যবস্থা করা, একা একা এসব করতে করতে হাঁপাচ্ছিলেন রাওজানা। তিনি বলেন, “১৩ সেপ্টেম্বর আমার স্বামীর জ্বর হয়।
দিনভর অপেক্ষার পর পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। হাসপাতালে ভর্তির পর তিনি বাড়িতে গিয়ে দেখেন শিশু দুটির জ্বর। তাদেরও পরীক্ষা করা হলে ডেঙ্গু ধরা পড়ে।