প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মাখোঁ

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ।সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে ফ্রান্সের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে টাইগার গেটে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তারা দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠক করেন।

Description of image

এর আগে রোববার সন্ধ্যায় দুই দিনের সফরে ঢাকায় আসেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রান্সের প্রেসিডেন্টকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৯০ সালে ফ্রাঁসোয়া মিটাররান্ডের পর এটিই প্রথম কোনো ফরাসি প্রেসিডেন্টের ঢাকা সফর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশ সফরে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ।জি২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে গত শনিবার নয়াদিল্লিতে পৌঁছেছেন তিনি।

সেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করেন। তারা জি২০ নেতাদের সঙ্গে বিভিন্ন বৈঠকে অংশ নেন।

সফর শেষে আজ দুপুরে ফরাসি প্রেসিডেন্টের ঢাকা ত্যাগের কথা রয়েছে। বিমানবন্দরে ফ্রান্সের প্রেসিডেন্টকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।