ডেঙ্গু: একদিনে মৃত্যু ১৪, ঢাকায় ১০ জন

0

ডেঙ্গুতে একদিনে ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৭১ জনের মৃত্যু হয়েছে।

Description of image

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আগামী ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২১১৫ জন। এদের মধ্যে ৮৩৩ জনকে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ২২ জন। হাসপাতাল থেকে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ২২৪ জন রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।