আগামী ৯ সেপ্টেম্বর ঢাকায় গণমিছিলে করবে বিএনপি

0

সরকারের পদত্যাগের দাবিতে আগামী ৯ সেপ্টেম্বর আবারো ঢাকায় গণমিছিল করবে বিএনপি। সমমনা দল ও জোটের নেতাদের একযোগে এ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে বিএনপি।

Description of image

ওইদিন বিকাল ৩টায় ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি পৃথকভাবে এ কর্মসূচি পালন করবে।

আগামী শনিবার থেকে সরকার পতনের আন্দোলনে একযোগে মাঠে নামবেন বলে জানিয়েছেন সমমনা জোট বিএনপির ফরিদুজ্জামান ফরহাদ।

এর আগে ১১ আগস্ট এক দফা আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে গণমিছিল  করে বিএনপি। ওইদিন বিকেল ৩টা থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি পৃথক দুটি গণমিছিলের আয়োজন করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।