জয়ের ব্যাপারে আশাবাদী: আরাফাত

0

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।

সোমবার ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন মোহাম্মদ এ আরাফাত। সকাল ১০টা ৫৫ মিনিটে তিনি ভোট দেন।

ভোট দেওয়ার পর ‘ভি’ চিহ্ন দেখিয়ে আরাফাত বলেন, ‘আমি জয়ের ব্যাপারে খুবই আশাবাদী’।

তিনি বলেন, আপনারা কি আরেকটা বিষয়ে মনোযোগ দিচ্ছেন, আমরা বলছি ভোট। তবে আমরা বলছি না নৌকায় ভোট দিন। কারণ আমরা জানি মানুষ আসলে নৌকায় ভোট দেবে। আমাদের ডানে-বামে শুধু নৌকার ভোট আছে। আমাদের চেষ্টা মানুষকে নির্বাচনে আনা।

তিনি আরও বলেন, ভোট দিতে পেরে ভালো লাগছে। আমি বরাবরই নৌকায় ভোট দিয়েছি, এবারও নৌকায় ভোট দিয়েছি। প্রার্থী সফল হোক বা না হোক সেটাই গুরুত্বপূর্ণ, আমার কাছে নৌকায় ভোট দেওয়াটাই গুরুত্বপূর্ণ।

নৌকার এই প্রার্থী বলেন, সকালে বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে খোঁজ নিয়েছি। সকালে একটু বৃষ্টি হলো। এ কারণে ভোটার উপস্থিতি কম। গুলশান, বারিধারা ও বনানীর ভোটাররা একটু দেরিতেই ঘুম ভাঙে। তবে কালাচাঁদপুর, শাহজাদপুর, নর্দার দিকে গেলে দেখবেন অনেক ভোটার এসেছে। ভাষানটেকে গেলে দেখবেন অনেক ভোটার এসেছে। তবে এখন ভোট পরিস্থিতি শান্ত রয়েছে।

ভোটাররা ভোটকেন্দ্রে আসছেন উল্লেখ করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বলেন, ভোট গণনা কেমন হচ্ছে তা জানতে ভোটকেন্দ্রে নজর রাখতে হবে। তবে সঠিক সংখ্যা এখনই বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *