বানৌজা শের-ই-বাংলা নৌ ঘাঁটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর কলাপাড়ায় নৌবাহিনীর নাবিকদের জন্য বিমান চলাচল সুবিধা ও প্রশিক্ষণসহ বানৌজা শের-ই-বাংলা ঘাঁটি উদ্বোধন করবেন। বুধবার বিকেলে গণভবন থেকে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে তিনি ঘাঁটি কমিশন করবেন।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে বেস কমান্ডার কমডোর এম মহব্বত আলীর কাছে কমিশনিং অর্ডার হস্তান্তর করবেন। এরপর সেনাবাহিনীর রীতি অনুযায়ী নামফলক উন্মোচন করা হবে। পরে প্রধানমন্ত্রী খুলনা শিপইয়ার্ড লিমিটেডে নির্মিত ৪টি প্যাট্রোল ক্রাফট এবং ৪টি ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি (এলসিইউ) কমিশন করবেন। এর মাধ্যমে বানৌজা শের-ই-বাংলা ঘাঁটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে।

কমিশনিং উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত শের-ই-বাংলা নৌ ঘাঁটি এলাকা। বঙ্গবন্ধু, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ব্যানার ও রঙিন ফেস্টুনে সাজানো হয়েছে প্যারেড গ্রাউন্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *