প্রবাসীর ঘুমন্ত স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা
কুমিল্লার চৌদ্দগ্রামে এক প্রবাসীর ঘুমন্ত স্ত্রী ও শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকাল আড়াইটায় উপজেলা সদরের পাঁচড়া বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নিপা আক্তার (২৭) ও তার আট বছরের ছেলে আলী আহসান মুজাহিদ। নিপার স্বামী আনোয়ার হোসেন দুবাইয়ের বাসিন্দা। পুলিশ মা ও ছেলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে মইনুল হাসান শুভ ও আবদুল্লাহ আল শাহেদ নামে দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের বাবার নাম মীর হোসেন।
নিপা আক্তারের বাবা জালাল আহমেদ অভিযোগ করেন, তার জামাতা আনোয়ার হোসেনের ভাগ্নে মইনুল হাসান শুভ (২২) সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।
তিনি জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে নিপা ছেলেকে নিয়ে শাশুড়ি আজিজুল ইসলামের বাড়িতে যান। ধারণা করা হচ্ছে, এই সুযোগে খুনি ঘরে ঢুকে নির্মাণাধীন টয়লেটে লুকিয়ে পড়ে। রাতে বাড়ি ফেরার পর নিপা তার ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়লে রাত আড়াইটার দিকে তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
চিৎকার শুনে লোকজন ছুটে এসে শিশু মুজাহিদ ও তার মা নিপাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিপাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে শিশু মুজাহিদের মৃত্যু হয়।
ওসি শুভ রঞ্জন চাকমা জানান, মা-ছেলে হত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।