বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত

0

বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে এক কিশোরসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের চন্ডিহার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

Description of image

নিহতরা হলেন রংপুরের মিঠাপুকুরের বাসিন্দা আল আমিন (১৫) ও অজ্ঞাত এক যুবক (২৫)। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে চিকিৎসক আহত দুজনকে ছেড়ে দেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে রংপুরগামী বৈশাখী পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যান দুইজন। নিহত কিশোরের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত যুবকের লাশ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্ত করা হচ্ছে।

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে তাই তাদের আটক করা যাচ্ছে না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।