খ্যাতিসম্পন শিক্ষাবিদ প্রফেসর ড. মোহম্মদ আফসার-এর ইন্তেকাল

0

চট্টগ্রামের স্বনামধন্য কৃতিসন্তান আর্জাতিক খ্যাতিসম্পন শিক্ষাবিদ আমেরিকার ম্যসেচুয়েটস্ টাফ্টস ইউনিভাসিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এর প্রধান এবং সাবেক এমআইটি প্রফেসর ড. মাহম্মদ আফসার বাংলাদেশ সময় আজ ২৭ জুন’২৩ সকালে আমেরিকার মাসস্ জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির ওয়াইন্না ইলাহি রাজেউন)।  মরহুমের বয়স হয়েছিল ৭৬ বছর।
২৭ জুন’২৩ আমেরিকার সময় দুপুর ১.০০ টায় আইএসবিসিসি সেন্টার, ম্যসেচুয়েট্স রক্সবরী মসজিদে নামাজে জানাযা শেষে পশ্চিম রক্সবরী-এর ব্যকার স্ট্রিট গাডেন সিমেট্রিতে দাফন করা হয়।

Description of image

তাঁর ইন্তেকালে পিএইচপি পরিবার ও আমেরিকার ইসলামিক কালচারাল সেন্টার অব মেডফোড  গভীরভাবে শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্নার মাগফেরাত কামনা-সহ শোকাহত পরিবারকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
মরহুম প্রফেসর ড. মোহম্মদ আফসার চট্টগ্রামের মিরশ্বরাই-এর বিশিষ্ট  চিকিৎসক ডাঃ আহমেদ সোবহান এর সন্তান। তিনি কলেজিয়েট স্কুল ও চট্টগ্রাম কলেজ থেকে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি গ্রহন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।