আগামী প্রজন্মকে ইসলামের সঠিক পথ অনুস্বরনের মাধ্যমে সমৃদ্ধ সুন্দর উন্নত ও শান্তির বাংলাদেশ গড়তে হবে
আশুলিয়ায় আনজুমানে আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্টের কেন্দ্রীয় আশরাফী কনফারেন্সে ক্বায়েদে মিল্লাত আলে রাসুল (সাঃ) আওলাদে গাউছে পাক সৈয়দ মাহমুদ আশরাফ আল আশরাফী আল জিলানী (মজিআ) বলেছেন, সৎকর্ম খেদমতে খালক্ব ও সঠিক আক্বিদা প্রচারের মাধ্যমে উন্নত সমৃদ্ধ শান্তির বাংলাদেশ গড়তে হবে। গত ৮ জুন ২০২৩ বৃহস্পতিবার বাদে জোহর ট্রাস্টের ব্যবস্থাপনায় জেলা প্রতিনিধির সমন্বয়ে অনুষ্ঠিত আশরাফী কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্ল্যেখিত মন্তব্য করেন। তিনি আগামী প্রজন্মকে বিভ্রান্ত মতবাদীর খপ্পর থেকে রক্ষা করতে ইসলামের সঠিক পথ অনুস্বরনের মাধ্যেমে সমৃদ্ধ সুন্দর, উন্নত ও শান্তির বাংলাদেশ গড়ার আহবান জানান। তিনি বলেন এ-মহান কর্মযজ্ঞে নেতৃত্ব দিবে বাংলাদেশের আশরাফীয়া ত্বরিক্বতের অনুসারীবৃন্দ। তিনি বিশ্বাস ও দায়িত্বশীলতায় এ কর্তব্য পালন করতে হবে সকলকে নিদেশনা প্রদান করেন।
এডভোকেট মাহববুল আলম আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিফায়ে ক্বায়েদে মিল্লাত জনাব ডাঃ সুরায়েত রহমান রক্তিম আশরাফী । মুহাম্মদ নিয়াজুর রহমান কলিম আশরাফী, নিজামুদ্দিন আশরাফী, মাওলানা শাহরিয়ার আশরাফী, এডভোকেট দেলোয়ার হোসেন পাটোয়ারী আশরাফী, মুহাম্মদ রফিক আশরাফী, মুহাম্মদ ফারুক আশরাফী, ডাক্তার গোলাম গাউস আশরাফী, হাফেজ শওকত খান আশরাফি, মাওলানা ওবায়দুল্লাহ আশরাফী, বীরমুক্তিযোদ্ধা জনাব সোহরাব, মাওলানা গোলাম কাদির হীরা আশরাফী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক সৈয়দ মুনিরুল ইসলাম আশরাফী,
অনুষ্ঠান শেষে আল-জামেয়াতুল আশরাফীয়া ইজহারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীদের পবিত্র বুখারী শরীফের ছবক প্রদান করেন। তাছাড়া হুজুর ক্বায়েদে মিল্লাত কিশোরগঞ্জ, অষ্টগ্রাম, নাসির নগর, হবিগঞ্জ, আজমিরীগঞ্জ সফর করে খানেক্বাহ ও মাদরাসার জন্য জমি গ্রহণ করেন। ট্রাস্ট দেশব্যাপী মানবসেবা ও বিভিন্ন ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখবে এবং আশরাফীর সিলসিলার অনুসারীদের বৃহত্তর ঐক্য গড়ে তুলতে ভূমিকা রাখবে। অনুষ্ঠানশেষে দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য আগামী ১০ জুন সকাল ১০টায় হুজুর ক্বায়েদে মিল্লাত ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন।