প্রত্যাবাসনে রাজি হওয়া রোহিঙ্গাদের খাবার দিচ্ছে না জাতিসংঘ
চার পরিবারের ২৪ জন রোহিঙ্গা স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে যেতে সম্মত হয়েছে। কিন্তু তারা প্রত্যাবাসনে সম্মত হওয়ার পর জাতিসংঘ তাদের খাদ্য সরবরাহ বন্ধ করে দেয়।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি)। মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পাইলট প্রকল্পে চারটি পরিবার প্রত্যাবাসনে সম্মত হয়েছে। এই চারটি পরিবারে ২৪ জন সদস্য রয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর সোমবার থেকে তাদের খাবার দেওয়া বন্ধ করে দিয়েছে। আমাদের কর্মকর্তারা বিকেলে ও রাতে এসব রোহিঙ্গাদের খাবারের ব্যবস্থা করেছেন।
প্রত্যাবাসনে সম্মত হওয়া চার রোহিঙ্গা পরিবার ভাসানচরে অবস্থান করছে। প্রত্যাবাসনে রাজি হওয়ায় তাদের কক্সবাজারে নিয়ে আসা হয়।
চার পরিবারের খাদ্য বন্ধের কারণ জানতে সমকাল জাতিসংঘের ঢাকা কার্যালয় ও ইউএনএইচসিআরের সঙ্গে যোগাযোগ করলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।