হজ্বযাত্রী সংকট, একের পর এক ফ্লাইট বাতিল,শেষ মুহূর্তে বড় ধরনের জটিলতার আশঙ্কা

0

চলতি বছরের হজ ফ্লাইটের শুরুতেই যাত্রী সংকটে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফলে প্রায়ই বিমানের আসন খালি থাকে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি শেষ মুহূর্তে হজযাত্রীদের চরম সংকটে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। হজ এজেন্সিগুলো যথাসময়ে হজযাত্রীদের ডেলিভারি দিতে পারছে না। এ কারণে কয়েকটি ফ্লাইটে আসন খালি থাকে। যাত্রী সংকটের কারণে বুধবার জেদ্দার দুটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া ৩ জুনের একটি হজ ফ্লাইট বাতিল করতে হবে।

জাতীয় পতাকাবাহী সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন যে ৬.২৮৫ জন হজযাত্রী নির্ধারিত ফ্লাইটে উঠতে পারেননি। এভিয়েশন কর্মকর্তারা জানান, এ ব্যাপারে হজ অফিস ও এজেন্সিগুলোর কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না।

তারা জানান, সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সুযোগ নেই। এ বছর ১ লাখ ২২ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরবে হজ করতে যাবেন। ১৬২টি ফ্লাইটের মাধ্যমে ৬১ হাজার হজযাত্রী পরিবহন করবে বিমান। সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স বাকি হজযাত্রীদের পরিবহন করবে।

এ অবস্থায় ধর্ম মন্ত্রণালয়ের এক সিদ্ধান্তে বিপাকে পড়েছে বিমান। ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, মদিনার ফ্লাইটে ৩০ শতাংশ হজযাত্রী বহন করতে হবে বিমানকে।

২০২৩ সালে ধর্ম মন্ত্রণালয় এবং সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, ৩০ শতাংশ হজযাত্রীকে মদীনায় পরিবহনের বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে বিমানটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে মদিনাসহ হজযাত্রীদের সময়সূচি জমা দেয়।

বিমান সূত্রে জানা গেছে, মদিনায় বাড়ি ভাড়া বেশি থাকায় নির্ধারিত ফ্লাইট শিডিউল অনুযায়ী হজযাত্রী পাঠাতে আগ্রহী নয় হজ এজেন্সিগুলো। এমনকি সৌদি দূতাবাস বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিরুদ্ধে দেওয়া টিকিটের বিপরীতে হজ ভিসা দিচ্ছে না কারণ বিভিন্ন সংস্থা সময়মতো জেদ্দা ও মদিনায় বাড়ি ভাড়া না দেয়। ফলে তারা নির্ধারিত ফ্লাইটে যেতে পারছেন না। ফলে বিমান পরিচালিত বিশেষ ফ্লাইটে অনেক আসন খালি পড়ে আছে।

এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম বলেন, বিমানের চারটি বোয়িং এয়ারক্রাফট শুরু থেকেই হজযাত্রী পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে। তবে হজযাত্রী পরিবহনের শুরুতেই যাত্রী সংকটে রয়েছে বিমানটি। হজ এজেন্সিগুলো যথাসময়ে হজযাত্রীদের পৌঁছে দিতে পারছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *