ফেব্রুয়ারি 1, 2026

ঈদের স্বপ্ন পুড়ে ছাই

4

Description of image

‘অনেক ইচ্ছে ছিল বেতন-বোনাস পেয়ে ঈদে কেনাকাটা করব। এখন কিছুই নাই আগুনে সব শেষ।’

রাজধানীর নিউ সুপার মার্কেটের একটি দোকানের এক শিশু কর্মচারী, যিনি ভাগ্যক্রমে আগুনে বেঁচে গেছেন, হতাশা প্রকাশ করেছেন। নাহিদ। শনিবার সকালে মার্কেট থেকে তাকে উদ্ধার করা হয়।

কামরাঙ্গী চারণভূমিতে থাকেন নাহিদ। দোকান পুড়ে বিধ্বস্ত শিশুটি হতাশ কণ্ঠে বলে, ‘আমি কি ঈদ করতে পারব?’

নাহিদ বলেন, ‘আগুনের খবর শুনে দোকানের মালামাল বাঁচাতে ঘণ্টাখানেক আগে ভেতরের গলি দিয়ে দোকানে যাই। সেখানে গিয়ে দেখি সবকিছু পুড়ে লাল হয়ে গেছে। কিছুই বাঁচাতে পারেনি। সব পুড়ে গেছে। ধোঁয়ায় এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই। আমার দোকানের মালিক আমাকে বাইরে নিয়ে আনছে।’

বেতন-বোনাস এখনো পাইনি জানিয়ে নাহিদ বলেন, আমার মালিক বলেছেন রক্ত বিক্রি করলেও বেতন-বোনাস দেবেন।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণ পর ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ধাপে ধাপে আরও ১২টি ইউনিট অগ্নিনির্বাপণ কাজে যোগ দেয়। বর্তমানে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।