মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ইউআইটিএস-এর শ্রদ্ধা

0

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস।

অদ্য ২৬ মার্চ, ২০২৩, রবিবার, সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়ার নেতৃত্বে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর ড. মো. ইয়াছিন আলী, ইন্টারন্যাশনাল ডেস্কের অতিরিক্ত পরিচালক জনাব শুভ দাস, সহকারী প্রক্টর জনাব মো. শামিম হোসেন, জনসংযোগ কর্মকর্তা ও বোর্ড অব ট্রাস্টিজের অফিস সেক্রেটারি জনাব মো. ওমর ফারুক-সহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সূর্যোদয়ের সাথে সাথে জতীয় পতাকা উত্তোলন-সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *