পিকআপ ভ্যানের ধাক্কায় মা ও ছেলে নিহত, ২ জন আহত

0

Description of image

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্টবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় মা-ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উল্লাপাড়া উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার চালা গ্রামের খলিলুর রহমানের স্ত্রী করুণা খাতুন (২৫) ও তার ছেলে তরিকুল ইসলাম (৫)। করুণা খাতুনের শাশুড়ি সাকেরা খাতুন (৫৫) ও ভ্যান চালক গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জের বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, সাকেরা উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কে করুণা খাতুন, ছেলে তরিকুল ও শাশুড়ি ভ্যানে উঠছিলেন। এসময় সিরাজগঞ্জ থেকে বাঘাবাড়ীগামী সিমেন্ট বহনকারী একটি পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই করুণা ও তার ছেলে তরিকুল নিহত হয়। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর উল্লাপাড়া পৌরসভার শ্যামলীপাড়া থেকে পুলিশের পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। তবে চালক পালিয়ে যায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।