ইউপি নির্বাচন।নরসিংদীতে দুই মেম্বার প্রার্থীর সংঘর্ষে ৩ জন নিহত

0

Description of image

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই সদস্য প্রার্থীর মধ্যে হাতাহাতি হয়েছে। নিহত হয়েছেন তিনজন। আহত হয়েছেন আরও ২০ জন। বৃহস্পতিবার সকালে ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নেকজানপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলোকবালী ইউনিয়নের রিপন মোল্লা ও আবুল খায়েরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। রিপন মোলতা গ্রুপের আমির হোসেন (১৮), আশরাফুল (৩০) ও খুশু বেগম (৩৫) গুলিবিদ্ধ হন।

এছাড়া উভয় পক্ষের লোকজন গুলিবিদ্ধ ও আহত হয়। আহতদের নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের শরীর থেকে গুলি বের করে প্রাথমিক চিকিৎসা দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।