ইউপি নির্বাচন।নরসিংদীতে দুই মেম্বার প্রার্থীর সংঘর্ষে ৩ জন নিহত
নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই সদস্য প্রার্থীর মধ্যে হাতাহাতি হয়েছে। নিহত হয়েছেন তিনজন। আহত হয়েছেন আরও ২০ জন। বৃহস্পতিবার সকালে ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নেকজানপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলোকবালী ইউনিয়নের রিপন মোল্লা ও আবুল খায়েরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। রিপন মোলতা গ্রুপের আমির হোসেন (১৮), আশরাফুল (৩০) ও খুশু বেগম (৩৫) গুলিবিদ্ধ হন।
এছাড়া উভয় পক্ষের লোকজন গুলিবিদ্ধ ও আহত হয়। আহতদের নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের শরীর থেকে গুলি বের করে প্রাথমিক চিকিৎসা দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।