বিভিন্ন মহল থেকে ক্ষোভ-নিন্দা বীর মুক্তিযোদ্ধার কোমরে দড়ি বাঁদায়
নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদারকে গ্রেপ্তার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। শনিবার বিকেলে তাকে হাতকড়া ও কোমরে দড়ি দিয়ে আদালতে তোলা হয়। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। ক্ষোভ প্রকাশ করেন মুক্তিযোদ্ধা ও স্থানীয় রাজনীতিবিদরা।
শিবপুর থানার যুদ্ধকালীন কমান্ডার অধ্যাপক আব্দুল মান্নান খান বলেন, আবু ছালেককে রাজনৈতিক মামলায় গ্রেফতার করে কোমরে হাতকড়া ও দড়ি বেঁধে পুলিশ লজ্জাজনক কাজ করেছে। মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মুহসীন নাজির বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। একজন বীর মুক্তিযোদ্ধাকে হাতকড়া পরানোর পরও তার কোমরে দড়ি বেঁধে রাখা লজ্জাজনক।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান বলেন, রাজনৈতিক মামলায় আইনশৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেপ্তার করতে পারে। কিন্তু হাতকড়া পরার পরও কোমরে দড়ি বাঁধা দুঃখজনক। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
জানতে চাইলে শিবপুর মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, আবু ছালেক রিকাবদারকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তবে তার কোমরে দড়ি বাঁধার বিষয়টি জানা যায়নি।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে শিবপুরে আবু ছালেক রিকাবদারকে তার বাড়ির সামনে থেকে আটক করে পুলিশ। আগের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।