বাঁশখালীতে ১১ জনকে হত্যা মামলায় ৩৪ জনকে সাক্ষী হাজির করতে পরোয়ানা

0

চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিদগ্ধ ১১ জনকে হত্যার ঘটনায় ১৯ বছর ধরে বিচারাধীন মামলায় ৩৪ জন সাক্ষীকে হাজির করতে পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এইচ এম শফিকুল ইসলাম এ আদেশ দেন।

চট্টগ্রাম জেলার পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানান, সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হলেও আজ সাক্ষীরা আসেননি। এ মামলায় ৫৭ জন সাক্ষী থাকলেও সাক্ষ্য দিয়েছেন ২৩ জনের। এ জন্য বাকি ৩৪ জন সাক্ষীকে আদালতে হাজির করতে পরোয়ানা জারি করা হয়েছে। আদালত মামলার তদন্তকারী কর্মকর্তা, পুলিশ সদস্য ও পিএম (ময়নাতদন্ত) দাখিল করা চিকিৎসকসহ সব সাক্ষীকে হাজির করতে চট্টগ্রামের পুলিশ সুপারকে নির্দেশ দেন। আগামী ৬ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

২০০৩ সালের ১৮ নভেম্বর বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের শীলপাড়ায় তেজেন্দ্র শীলের বাড়িতে তালা লাগিয়ে আগুন দেওয়া হয়। এতে একই পরিবারের চার শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনার পর পরিবারের একমাত্র জীবিত সদস্য বিমল শীল বাদী হয়ে মামলা করেন। ২০১১ সালের ৯ জানুয়ারি সিআইডির তৎকালীন এএসপি হ্লা চিং প্রু ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। আসামিদের মধ্যে তিনজন কারাগারে, ১৮ জন জামিনে ও ১৮ জন পলাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *